ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষে চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রেল লাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ভ্যানটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছেন পার্বতীপুর রেল স্টেশন মাস্টার শোভন রায়।
এর আগে, সকাল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী একটি ট্রেন বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেটে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে কাভার্ডভ্যান চালক নিহত ও হেলপার আহত হয়। এরপর আরেকটি ট্রেন সেখানে গিয়ে আটকা পড়লে পার্বতীপুর থেকে রাজশাহী, খুলনা ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/মাহবুব