গাজীপুরের টঙ্গী দত্তপাড়া জহির মার্কেট এলাকায় ঝর্না (২২) নামে এক গৃহবধূকে রবিবার রাতে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেছে। নিহতের গায়ে জখমের চিহ্ন রয়েছে। এঘটনায় স্বামী কাঁচামাল ব্যবাসায়ী খোকনকে আটক করেছে পুলিশ।
নিহতের পিতা লিয়াকত জানান, গত কয়েকমাস ধরে স্বামী খোকন যৌতুক হিসেবে ষাটহাজার টাকা দাবি করে আসছিলো। টাকা দিতে না পারায় স্বামী স্ত্রী উভয়ের মাঝে বাগবিতন্ডার একপর্যায়ে গত তিন-চার দিন পূর্বে ঝর্নাকে পিটেয়ে আহত করে। এরই জের হিসেবে ঘটনারদিন রাতে শ্বাসরোধে হত্যা করে।
এবিষয়ে আটককৃত খোকনের সাথে কথা বললে ঝর্নাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন,ঝর্না আত্মহত্যা করেছে। নিহত ঝর্না জামালপুর জেলার বকসীগঞ্জ থানার গুরিয়াচরের বাসীন্দা। সে তার স্বামীকে নিয়ে দত্তপাড়া হাসেমের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
এব্যাপারে থানার ওসি ফিরোজ তালুকদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। একজন আটক রয়েছে, ময়নাতদন্ত শেষে বুঝা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার