নেত্রকোনায় গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দিবাগত রাতে চালানো এক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কলমাকান্দা উপজেলার বেলতলী গ্রামের সজল সরকারের ছেলে অঞ্জন সরকার (২২), জেলা শহরের ইসলামপুর এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে মো. আসলাম (৫৫) ও সদর উপজেলার আদপুর গ্রামের এংরাজ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৫)।
নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে আটক এই তিন মাদক বিক্রেতার কাছ থেকে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বিডিপ্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৭/ ই জাহান