হবিগঞ্জের মাধবপুরে মঙ্গলবার ভোরে ৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর আনুমানিক মূল্য ১৭ হাজার ৫শ’ টাকা।
মনতলা সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি উপজেলার তেমুনিয়া মোড়ে অভিযান চালিয়ে এ মাদক জব্দ করে।
এ ব্যাপারে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ গাঁজা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ