খুলনার দৌলতপুরের পাবলা এলাকায় মঙ্গলবার ভোরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম অনুপ দাশ, বয়স ২৬ বছর। মহানগরীর কেশব লাল রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অনুপ মাদকের সঙ্গে জড়িত ছিল। সোমবার (২০ নভেম্বর) বিকেলে পাবলার তিন দোকানের মোড়ের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি তিনি। ভোরে দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে ডিআইজির ক্রাইম টিম কাজ করছে বলেও জানান ওসি হুমায়ুন কবির।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ