নাশকতা ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হক রঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। সে ধানবান্ধি মহল্লার মঞ্জুরুল ইসলামের ছেলে।
সোমবার গভীর রাতে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধির নবদ্বীপুর মহল্লারর নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জানান, মিলনের বিরুদ্ধে নাশকতা-ভাঙচুর, সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। এদিকে, ছাত্রদল নেতা মিলন হক রঞ্জুকে গ্রেফতারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন