দীর্ঘ চারমাস পর সীমিতভাবে খুলে দেওয়া হয়েছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। তবে চলছে সেতু মেরামতের কাজ। সোমবার সকালে ঝুলন্ত সেতুর উপর চলাচল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানান, রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা।
রাঙামাটি পর্যটন সূত্রে জানা গেছে, শীত মৌসুমে রাঙামাটিতে পর্যটকদের স্বাগত জানাতে আগে থেকে সেতু মেরামতের প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। ঠিক করা হচ্ছে সেতুর পাটাতন। চলছে রঙ করার কাজও। প্রাকৃতিক দুর্যোগ ও পানিতে সেতু ডুবে যাওয়ার কারণে দীর্ঘ দিন স্থবির ছিল রাঙামাটি পর্যটন শিল্প ব্যবস্থা। আসেনি কোন পর্যটক। তাই ঘুড়ে দাঁড়াতে পারেনি পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা।
এ ব্যাপারে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, চারমাস আগে কাপ্তাই হ্রদের পানিতে পর্যটন সেতুর পাটাতন ডুবে যায়। এসময় পর্যটকদের নিরাপত্তার কারণে সেতুর উপর চলাচল নিষিদ্ধ করা হয়। কিন্তু চার মাস পর হলেও সঠিক সময়ে সেতুর পাটাতন ভেসে উঠেছে। তরজোড় করে সেতু মেরামতের কাজ শুরু করা হয়েছে। শীত মৌসুম শুরু হওয়ার কারণে রাঙামাটিতে কিছু কিছু পর্যটক আসতে শুরু করেছে। তাই সেতু সংষ্কারের কাজ চলাকালিন সীমিত পরিসরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। মেরামতের কাজ শেষ হলে স্থানীয় ও দূর-দুরান্ত থেকে আগত পর্যটকরা ইচ্ছেমত সেতুর সুন্দয্য উপভোগ করতে পারবে।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে ৩৩৫ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থের রাঙামাটির সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু ৫ ফুট পানির নিচে তলিয়ে যায় । সে সময় সেতুর উপর পর্যটকদের চলাচল নিষিদ্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিডিপ্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৭/ ই জাহান