নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ কাঠ ভারতে পাচারকালে ৫ চোরাকারবারী আটক করছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদস্যরা। সেই সাথে পাচারকৃত ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও একটি সোনালিকা ট্রাক জব্দ করা হয়।
শনিবার ভোর রাত ৪টার দিকে উপজেলার শিমুলতলী এলাকায় বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী ব্রিজের নিকট অভিযান পরিচালনা করে তাদের আটক ও জব্দ করে। শনিবার দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। আটককৃতরা হলেন, উপজেলার চকহরিপুর গ্রামের ধিরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে অমল চন্দ্র বর্মণ (৩৫), রঘুনাথ বর্মণের ছেলে লিটন বর্মণ(২৮), নৃপেন চন্দ্র বর্মণের ছেলে নরেশ বর্মণ(৩২), সেলিমপুর গ্রামের মৃত নূরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও উদয়শ্রী গ্রামের রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম(২৫)।
আটককৃত আসামীদেরকে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া উদ্ধারকৃত কাঠ বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এই তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস। সেই সাথে নওগাঁ ও পার্শ্ববর্তী সীমান্তে গরু, মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান। আটককৃতদের থানায় হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর।
বিডি প্রতিদিন/এএম