নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে সৈয়দ আলী (৩২) নামের এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের বাড়ি পাবনা জেলার ইশ্বরদী উপজেলোর মধ্যো অরনকোলা গ্রামে। সোমবার রাত ৩ টার দিকে উপজেলার গড়মাটি ঘাট এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা জিএম শামসুন নুর জানান, রাত ৩টার দিকে একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৬-২২৭২) এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটি কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সৈয়দ আলীর মৃত্যু হয়। আহত হন প্রাইভেটকারের দুই যাত্রী।
স্থানীয় লোকজন ও নাটোর দমকল বাহিনীর কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ইশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ