চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে গোপনে বাল্যবিয়ে পড়ানোর কাজে সহযোগিতার অভিযোগে কনের ভাইসহ ৫ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দিবাগত রাতে মোক্তারপুর গ্রামের সাইদুর রহমানে বাড়িতে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান দোষীদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, কনের বড় ভাই সাইদুর রহমানের ছেলে মাবুদ হোসেন (২০), কনের চাচা আতিয়ার রহমান (৪০), বরের বৃদ্ধ নানা একই উপজেলার বুইচিতলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ইউসুফ আলী (৬৮) কনের মামাতো ভাই হোগলডাঙ্গা গ্রামের আব্দুল মজিদের ছেলে পারভেজ হোসেন (২৪) ও কনের ফুফা আটকবর বোয়ালমারি গ্রামের মৃত আজিজুল হকে ছেলে মাহাতাব হোসেন (৪২)।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, দিন পনের আগে মোক্তারপুর গ্রামের সাইদুর রহমানের নাবালিকা মেয়ে শ্যামলী খাতুনের (১৪) সাথে একই উপজেলার ফুলবাড়ি গ্রামের নওশাদ আলীর ছেলে নাহিদ হোসেনের গোপনে বিয়ে দেয় দু’পরিবার।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ বিয়ে তুলতে কনের বাড়ি আসে বরপক্ষ। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ বিয়ে বাড়ি হাজির হলে অতিথিরা কৌশলে সটকে পড়ে। এসময় সাজাপ্রাপ্তদের আটক করে পুলিশ।
খবর দেয়া হয় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে বাল্যবিয়ে পড়ানোর কাজে সহযোগিতার অভিযোগে দণ্ডপ্রাপ্তদের সাজা ঘোষণা করেন।
ওসি আরো জানান, বাল্যবিয়ে পড়ানোয় সংশ্লিষ্ঠ কাজী রুহুল আমিনকে আটকের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান