খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কঁচা নদীতে বেকুটিয়া ফেফেরির সাথে লাইটার জাহাজের ধাক্কায় ফেরীর ব্যাক প্লেট ফেটে নদীতে নিমজ্জিত হয়েছে। এতে ফেরীতে থাকা একটি বাস ও দুইটি মালবাহী ট্রাক নদীর পানিতে তলিয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনার পর থেকে এ রুটে ফেরী চলাচল বন্ধ রয়েছে। তবে এ দুর্ঘটনায় ২ জন আহত হলেও কোন নিহতের ঘটনা ঘটেনি।
আর দুর্ঘটনার শিকার ফেরীটি উদ্ধারদের জন্য এক সাথে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ , কোষ্টগার্ড এবং সড়ক ও জনপথ বিভাগ।
বরিশাল ফেরী বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. শামিমুল হক জানান , রাত আনুমানিক ১ টার দিকে পিরোজপুরের কুমিারমারা ঘাট থেকে ফেরীটি ১ টি বাস, ৫টি ট্রাক ও ৩টি পিকাপ ভ্যান নিয়ে বেকুটিয়া ঘাটে যাচ্ছিল। এ সময় নদীর মাঝে একটি লাইটার জাহাজ ফেরীটিকে ধাক্কা দেয়। এতে করে ফেরীর ব্যাক প্লেট ফেটে যায়। তখন ফেরীর চালক ফেরীটিকে নদীর বেকুটিয়ার পাড়ের একটি চড়ে তুলে দেয়। ফাটলের অংশ থেকে ফেরীতে পানি উঠার কারণে একটি বাস ও ২ টি ট্রাক ফেরী থেকে পড়ে নদীর পানিতে তলিয়ে যায়।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মো: মতিউর রহমান জানান, খবর পেয়েই বরিশাল থেকে পিরোজপুরের এসে দুর্ঘটনার শিকার ফেরীটি ও ফেরীতে থাকা যানবাহন উদ্ধার চেষ্টা করছে।
বিডিপ্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান