রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতাল চলাকালে সকাল থেকে উপজেলা সদরের দোকানপাট বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে নৌ পথে যাত্রীবাহী লঞ্চ ও অভ্যন্তরীণ সড়কে সকল যান চলাচল বন্ধ রয়েছে। তবে হরতাল চলাকালে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার রাতে জুরাছড়ির ১নং ইউনিয়নের দেবাছড়া এলাকার খাগড়াছড়ি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই স্থানীয় আওয়ামী লীগ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
বিডি প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৭/আরাফাত