বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, যে জাতি তার ইতিহাসক ও জন্মকে ভুলে যায়, সে জাতি কখনো সমৃদ্ধির পথে হাটতে পারে না, ইতিহাসের শিক্ষা সেটাই। তাই বর্তমান প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।
আমরা গর্ব করে বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আছি। সেই স্বাধীনতাকে আমাদের সামনে তুলে নিয়ে এসেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
বুধবার বোচাগঞ্জ উপজেলা পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা ও জনতার এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক ও পাক হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ্ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর প্রমুখ। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন, সামাজিক সংগঠন মুক্ত দিবস উপলক্ষে র্যালী বের করেন এবং কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
বিডিপ্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান