কুষ্টিয়া সদর উপজেলার কানাবিলের মোড়ের পাবনা-কুষ্টিয়া মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী রোজিনা বেগম (৩২) নিহত হয়েছেন। আজ বুধবার এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় নিহতের দেবর ওহায়েদ আহত হয়েছেন।
নিহত রোজিনা বেগম কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকার মিন্টু ড্রাইভারের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে রোজিনা তার দেবর ওহায়েদের সঙ্গে মোটর সাইকেলে চড়ে কুষ্টিয়া শহরে আসার পথে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কানাবিলের মোরে পেছন থেকে আসা একটি দ্রুতগামী মালবোঝায় ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই তিনি প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক ওহায়েদ।
কুষ্টিয়া মডেল থানার এস আই আনোয়ারুল ইসলাম জানান, রোজিনা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং গুরুতর আহত ওহায়েদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম