নওগাঁয় জীবন নেছা মিনি চৌধূরী (৫৫) নামে এক নারীর গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে।
জীবন নেছার স্বামী জেলার রানীনগর উপজেলার সাবেক চেয়ারমেন কেসি মশিউর রহমান বাচ্চু চৌধূরী। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে মিনি চৌধূরী একাই ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় প্রতিবেশীরা ওই বাড়ি থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান। প্রতিবেশিরা ওই বাড়ির দিকে আসতেই অপরিচিত তিনজন লোককে বেরিয়ে যেতে দেখেন। এরপর রান্না ঘরে মিনি চৌধূরীর লাশ পড়ে থাকতে দেখেন তারা।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি তোরিকুল ইসলাম বলেন, প্রতিবেশীরা অপরিচিত তিনজন লোককে বাড়ি থেকে বেড়িয়ে যেতে দেখেছেন। গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, তিনজন রং মিস্ত্রী ওই বাড়িতে গত দুই দিন থেকে রঙের কাজ করছিল। ধারণা করা হচ্ছে; তারাই এ ঘটনা ঘটাতে পারে। ঘটনার পর থেকে তাদের পাওয়া যাচ্ছে না। গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা