ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে এ উপলক্ষে বুধবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়।
পরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে পায়রাচত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা ওয়াহেদ জোয়ার্দ্দার, থানা পর্যায়ের কমান্ডারসহ অন্যান্যে মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, মুক্তিযোদ্ধাদের অবহেলিত গণকবরগুলো সংরক্ষণের দাবি জানান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিপ্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান