ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শাকরাইল খালের ওপর নব-নির্মিত সেতুর দু’পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। বাঁশ-কাঠের অস্থায়ী সাঁকোর সাহায্যে পথচারীরা সেতুর ওপর দিয়ে চলাচল করছেন। দু’পাশে সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলাচল করতে পারছে না। এতে সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। যত দ্রুত সম্ভব সেতুর দু'পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীে।
জানা গেছে, শাকরাইল খালের ওপর সেতুর নির্মাণ কাজ ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বরে শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এর অর্থায়নে চলতি বছরের ১২ সেপ্টেম্বর কাজ শেষ করার সময়সীমা ছিল। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার টাকা।
স্থানীয় ঠিকাদার এএসএম রফিকুল আলম (শাহ্নেওয়াজ) নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন। তিনি বলেন, খালে পানি থাকায় সংযোগ সড়ক যথাসময়ে নির্মাণ করা সম্ভব হয়নি। পানি নেমে গেলে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
নগরকান্দা উপজেলা প্রকৌশলী আবদুল হান্নান বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি। তাই অনেক কিছুই আমার অজানা রয়েছে। তবে, যত দ্রুত সম্ভব সেতুটির দু’পাশে সংযোগ সড়ক করার জন্য, যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা