পটুয়াখালীর কলাপাড়ায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ দরবার হলে পটুয়াখালী জেলা তথ্য অফিস এ ব্রিফিং আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো.আলাউদ্দিন মিলন, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু। এ প্রেস ব্রিফিং এ স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র জেলা তথ্য অফিসার মো.জাকির হোসেন। অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলামসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সূচনায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার