খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাজার সংলগ্ন প্রজারটিলা সড়কের পাশ্ববর্তী একটি ঝিরি থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ নিহত যুবকের ঘাড় ও ডান হাতের কবজি কাটা লাশ উদ্ধার করে গুইমারা থানা পুলিশ।
গুইমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ অজ্ঞাত একটি লাশ পরে আছে বলে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের ঘাড় ও ডান হাত ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তদন্ত চলছে। পুলিশের ধারণা হত্যাকারীরা রাতে অন্য কোন জায়গায় তাকে হত্যার পর লাশ এ এলাকায় ফেলে যায়।
নিহতের লাশ উদ্ধারের সময় তার শরীরে কোন (বিবস্ত্র ছিল) কাপড় ছিল না এবং বাম হাত রশি দিয়ে বাঁধা ছিল। নিহতের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার