দিনাজপুরের বিরলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র খোপড়া মহেশপুর ফসলি মাঠের একটি ইউক্লিপটাস গাছের সাথে লুঙ্গি দিয়ে প্যাঁচানো অবস্থায় আলমগীর হোসেন নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক ঠাকুরগাও জেলার রাণী শংকৈল উপজেলার কোচল গ্রামের ইউসুফ আলীর ছেলে আলমগীর হোসেন (২৮) বলে নিহতের পরিবারের লোকজন ও পুলিশ নিশ্চিত করে জানান।
পরিবারের লোকজনের ধারণা, আলমগীরকে হয়তো পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হরছে তার হত্যাকারীরা। বিরল থানার এস. আই মীর শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার