বগুড়া সদর উপজেলায় ৩ লাখ ৭৮হাজার স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে বগুড়া পৌর এলাকায় দুই মাসে ২ লাখ ৪৫ হাজার এবং ইউনিয়ন পর্যায়ে ১ লাখ ৩৩ হাজার স্মার্ট কার্ড ফেব্রুয়ায়ির পর বিতরণ শুরু হবে। চলতি মাসের ১ ডিসেম্বর থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হওয়ায় সাধারণ নাগরিকদের মাঝে বেশ প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে স্মার্ট কার্ড বিতরণের এ তারিখ ঘোষণা করা হয়েছে।
বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ১ ডিসেম্বর থেকে বগুড়া পৌরসভার ১ নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ডের বিতরণ শুরু হয়। এই দুটি ওয়ার্ডের বিতরণ শেষ করা হয়েছে। আজ ৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বগুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের। পর্যায়ক্রমে পৌরসভার ২১ টি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে। ওয়ার্ড বিতরণ শেষ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ পেলে ফেব্রুয়ারি থেকে বগুড়া সদরের ইউনিয়ন পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
বগুড়া শহরের নিশিন্দারা আবাসিক এলাকার বাসিন্দা মাহাবুব টুটুল জানান, স্মার্টকার্ড পাওয়ার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। স্মার্টকার্ড পাওয়ার পর সে স্বপ্নটা পুরণ হয়েছে।
বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান জানান, বগুড়া সদর উপজেলায় ৩ লাখ ৭৮হাজার স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এরমধ্যে নারী ও পুরুষ রয়েছে। স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে বগুড়া পৌর এলাকায় দুই মাসে ২ লাখ ৪৫ হাজার এবং ইউনিয়ন পর্যায়ে ১ লাখ ৩৩ হাজার স্মার্ট ফেব্রুয়ায়ির পর বিতরণ হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার