কুমিল্লা মুরাদনগরে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে ধাক্কা মেরে ফেলে দিলে ঘটনাস্থলে নজরুল ইসলাম নামের(৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নজরুল ইসলাম উপজেলার নেয়ামতপুর গ্রামের মৃত আক্কাছ আলী চৌধুরীর ছেলে। আজ সন্ধ্যায় উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কামারচর গ্রামের বালু ব্যবসায়ী নান্নু মিয়া বলেন, আমি ব্যবসার কাজে নেয়ামতপুর গ্রামের করিম মিয়ার দোকানে চা খেতে গিয়ে দেখি নজরুল ইসলাম ও প্রতিবেশী দোকানদার করিম মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে ঝগড়া চলছে। একপর্যায়ে করিম মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (৪০) পিছন থেকে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ থানায় নিয়ে এসেছি, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার