প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ আসর বাঘমারায় প্রয়াত শাকিলের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত শাকিলের বাবা অ্যাড. জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদ অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটু, এফবিসিসিআই’র সাবেক পরিচালক আমিনুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, প্রধানমন্ত্রীর উপ সহকারী প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু, সিআরআই’র কর্মকর্তা নুরুল আলম পাঠান মিলন, মিডিয়া ব্যাক্তিত্ব অঞ্জন রায় ও জুলফিকার আলী, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভপতি মাজাহারুল ইসলাম, মাহবুবুল হক শাকিলের কাব্য গ্রন্থগুলোর প্রকাশক শাহাদাৎ হোসেনসহ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন স্টেশন মসজিদের খতিব রফিকুল ইসলাম হামেদী।
এর আগে সকালে নগরীর ভাটিকাশর পৌর গোরস্তানে শাকিলের কবরে তার পরিবার, ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ, জেলা ও মহানগর আ’লীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের লোকজনও ফুলেল শ্রদ্ধা জানান।
এদিকে আজ বৃহস্পতিবার শাকিলের স্মরণসভা অনুষ্ঠিত হবে নগরীর টাউন হল মাঠে। শাকিল স্মরণসভার উপ-কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির।
গত বছরের ৬ ডিসেম্বর গুলশানের একটি রেস্তোরাঁয় মন খারাপের গাড়ি চালক মাহবুবুল হক শাকিল শাকিল মারা যান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন