পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা সরকারের রাজস্ব খাত থেকে প্রদানের দাবিতে কর্মসূচির অংশ হিসাবে বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়েছে।
ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে সন্ধ্যা ৬টা থেকে ঘণ্টাব্যাপী মোমবাতি প্রজ্জলন করে কর্মসূচি পালন করে ফরিদপুরের ৬টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল আলিম মোল্যা, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আজিজুল ইসলাম বাদল, ফরিদপুর জেলা কমিটির সভাপতি তানজিলুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আশরাফ, ফজলুল করিম আলাল প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পৌরসভায় কর্মরত কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে এসব পরিবারের সদস্যরা মানবেতর ভাবে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। সরকারের রাজস্ব খাত থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হলে কেউ আর বেতন পেতে সমস্যার সম্মুখীন হবেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানিয়ে বক্তারা বলেন, দ্রুত বিষয়টি আমলে নিয়ে রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি করেন। কর্মসূচি চলাকালে ফরিদপুর পৌরসভার সকল সড়ক বাতি বন্ধ রাখা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন