জুরাছড়ি উপজেলা যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা যুবলীগ। বুধবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে থেকে এ হরতাল কর্মসূচী ঘোষণা করেন সংগঠনটির সভাপতি মো. আকবর হোসেন চৌধূরী।
এসময় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, সাধারন সম্পাদক মো. মুছা মাতব্বর, আওয়ামীলীগ নেতা নিখিল কুমার চাকমা উপস্থিত ছিলেন।
এ সমাবেশে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন,পাহাড়ের মানুষকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে আর টেকানো যাবে না। পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে গেছে। তাই এ অস্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন। যারা জুরাছড়িতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে খুন করছে, তারাই চাঁদাবাজী করে, তারাই গুম, অপহরণ করে। প্রত্যান্ত অঞ্চলের একটা কৃষক খেতে পায়না। কিন্তু তারপরও সশস্ত্র সন্ত্রাসীদেরে নির্ধারিত চাঁদার টাকা দিতে হয় তাদের। কিন্তু তারপরও মানুষ অস্ত্রে ভয়ে মুখ খুলতে ভয় পায়। তাই পার্বত্যাঞ্চলের মানুষকে সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযান চলানোর জন্য জোড় দাবি জানান তিনি।
এর আগে রাঙামাটি পৌরসভাব চত্বর থেকে রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাঙামাটি জেলার নানিয়ারচর ও জুরাছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় সাবেক ইউপি মেম্বার অনাধী রঞ্জন চাকমা ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সম্পাদক অরবিন্দু চাকমা। এছাড়া একই দিন সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয় বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাসেল মার্মা। এসব ঘটনায় পাহাড়ে উত্তেজনা বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর