সাভারের আশুলিয়ায় বাস চাপায় পোশাক শ্রমিক দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন রিকশা চালক। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘাতক চালক ও বাস আটক করতে পারেনি। বুধবার রাত সাড়ে ১১ টায় বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জামগড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম নরুজাহান বেগম ও আবু সোলায়ান হোসেন। তারা দুইজন স্বামী-স্ত্রী। নরুজাহান বেগম আশুলিয়ার জামগড়ার সেতারা নামে পোশাক কারখানায় কাজ করতেন। স্বামী আশুলিয়ার জামগড়ায় এনভয় পোশাক কারখানায় কাজ করতন।
নরুজাহানের গ্রামে বাড়ি টাঙ্গাইল জেলায় ও সোলায়ানর বাগেরহাট জেলায়।
পুলিশ জানায়, রাতে বাজার করে রিকসায় নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় চলনবিল নামে দ্রুতগামী বাস তাদের পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী সোলায়মান নিহত হন। পরে আহত অবস্থায় স্ত্রীকে স্থানীয় নারী শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসা তাকেও মৃত ঘোষণা করেন। এসময় রিকশা চালকও আহত হন।
এই বিষয়ে আশুলিয়া থানার (ওসি) তদন্ত আতাউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২ জন পোশাক শ্রমিক লাশ উদ্ধার করা হয়। আশুলিয়ার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, বিষয়টি তদন্ত পূর্বক বাসচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ