হবিগঞ্জে অভিযান চালিয়ে মাদক ও তিন বিক্রেতাসহ ১৯ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চলে।
অভিযানে গ্রেফতারদের মধ্যে তিনজন মাদক বিক্রেতা, ১২ জন পরোয়ানাভুক্ত ও চারজন নিয়মত মামলার আসামি।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) নাজিম উদ্দিন জানান, জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত বাহুবল, মাধবপুর ও চুনারুঘাট থানায় তিন মাদক বিক্রেতাসহ জেলায় ১৯ আসামিকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রেতাদের কাছ থেকে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম