হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৭০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা হবে।
আজ বৃহস্পতিবার সকালে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার সেলিম উল্লাহ’র নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার দেবনগর এলাকায় অভিযান চালিয়ে এ মদ জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিকায়ন লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম