লালমনিরহাটে পৃথক অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবা ও সাড়ে ৫ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- লালমনিরহাট পৌরসভার তেলিপাড়া পোড়াবটতলা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মজনু মিয়া (৩৮), কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের আব্দুর রহমানের ছেলে মাসুদ হাসান ওরফে জাহেদুল ইসলাম (৩৩) ও পাবনার ঈশ্বরর্দী পোরসভার ভেলুপাড়া এলাকার নাজমুল হোসেন নাজলুর ছেলে ইমন (২১)।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর ও কালীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম