সাতক্ষীরার তালা উপজেলায় যৌতুকের দাবিতে লক্ষ্মীরানী দাস নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামীসহ পরিবারের সদস্যরা। উপজেলার তেরছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লক্ষ্মীরানী দাস ওই গ্রামের বিপুল চন্দ্র দাসের স্ত্রী ও কেশবপুর উপজেলার অসীম কুমার দাসের মেয়ে। এ ঘটনায় লক্ষ্মীরানীর পরিবার আজ একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামি গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
লক্ষ্মীরানী দাসের দাদু গৌর চাদ বসু ও পুলিশ জানায়, বিপুল যৌতুকের দাবিতে প্রায় নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে বিপুল ও তার বড় ভাইয়ের স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা লক্ষ্মীরানীর দাসকে বেধে পিটিয়ে হত্যা করে প্রচার করে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
তালা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের হাটু, গলা, মাথা, নাকসহ বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার