মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম (অতি: ডিআইজি)। তিনি ভিত্তি প্রস্থর স্থাপন শেষে মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, মুক্তিযোদ্বা ইউনিট কমান্ডার রুহুল আমিন বাবুল, সদর উপজেলা কমান্ডার আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল পিপিএম, সনাতন চক্রবর্তী, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, বিএফইউজের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, স্বাচিপ সভাপতি ডা: সামির হোসেন মিশু, বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি মাসুদুর রহমান রন্টু, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়া শাহীন, আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সা: সম্পাদক জেএম রউফ, সংস্কৃতজন জিয়াউল হক বাবলা, সাদেকুর রহমান সুজন, আতিকুর রহমান মিঠু, প্রতিষ্ঠানের শিক্ষক আশরাফ আলী মন্ডল, এএফএম সালাউদ্দিন, রাহাতারা বেগম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন