বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার বগুড়া শহরের ঝোপগাড়ি মহাসড়কের পাশে মারকাজ মসজিদ প্রাঙ্গনে ফজর নামায শেষে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।
ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অবস্থিত ঝোপগাড়ি এলাকার প্রায় ৯ একর জমির উপর এই ইজতেমা শুরু হয়েছে। তবে মুল ময়দান ছাড়াও আশেপাশের মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা ও ফাঁকা স্থানে মুসল্লিরা অব্স্থান নিয়েছে।
কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা আব্দুল মতিন বয়ান করেন। বাদ মাগরিব কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা রবিউল হক আলোচনা করেন। বিশ্ব ইজতেমার সাথে তাল মিলিয়ে তিন দিনব্যাপী এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য মুফতি মশিউর রহমান জানান, এ ইজতেমায় মালয়েশিয়া, মরক্কো ও সৌদি আরব, চীন, ইন্দোনেশিয়া থেকে মেহমান এসেছেন। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য তৈরি করা হয়েছে পুরো এলাকা জুড়ে প্যান্ডেল। ইজতেমা ময়দানের পশ্চিমে করা হয়েছে বিশাল আকারের দোয়া ও ইসলামী দ্বীনি বয়ানের মঞ্চ। বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লীদের জন্য অঞ্চল ভেদে মোট ৩৬টি খিত্তায় বা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি খিত্তায় দায়িত্ব প্রাপ্ত আলেমরা রয়েছেন মুসল্লিদের সহযোগিতায়। মঞ্চের সামনে উত্তর ও দক্ষিণ পাশে করা হয়েছে ওযুখানা, যেখানে একসাথে প্রায় ৪ হাজার মুসল্লি ওযু করতে পারবেন। ইজতেমা ময়দান থেকে প্রায় ৫০ গজ দুরে উত্তর ও দক্ষিণ পাশে করা হয়েছে গোসলখানা ও টয়লেট। সেখানে গোসলখানায় একসাথে প্রায় এক হাজার মুসল্লি গোসল করতে পারবেন এবং টয়লেট করা হয়েছে প্রায় সহস্রাধিক। আগত মুসল্লিদের রান্নার জন্যও রয়েছে আলাদা জায়গা। মুফতি মশিউর রহমান আরও জানান, প্রতি নামাজের ওয়াক্তের শেষে বয়ান হবে আল্লাহর সন্তুষ্টি ও আত্মশুদ্ধির লক্ষে।
ইজতেমার নিরাপত্তা বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম জানান, ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাঁদরে ঢাকা থাকবে গোটা ময়দান ও আশেপাশের এলাকা। ৬ শতাধিক পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইজতেমা ময়দানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তারা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বিদেশি মুসুল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে ইজতেমা মাঠে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশপাশি পুরো মাঠকে শতাধিক সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন