শিরোনাম
- কেন শান্তিতে নোবেল পাবেন না ট্রাম্প, যা বলছেন বিশেষজ্ঞরা
- কালকিনিতে গৃহবধূকে আটকে রেখে নির্যাতন, দোষীদের শাস্তি দাবি
- সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড
- পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হচ্ছে গ্র্যান্ড সুফী নাইট
- দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২
- কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
- মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি
- হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ
- সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪৪
- নির্বাচনে গাদ্দাফির অর্থ ব্যবহার, দোষী সাব্যস্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
- গাজা ইস্যুতে ২১-দফা নতুন পরিকল্পনা ট্রাম্পের
- বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
- ভারতে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নিয়ে মতবিনিময়
- দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
- চুয়াডাঙ্গায় ৬৫০ গ্রাম দানাদার রুপা জব্দ
- নওগাঁয় ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর
- প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের
লক্ষ্মীপুরে মেঘনার তীরে অবৈধ সার মজুদ, নদী পথে পাচার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
অনলাইন ভার্সন

লক্ষ্মীপুরের কমলনগরের নাছিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে বিপুল পরিমান টিএসপি সার অবৈধভাবে মজুদ করা হয়েছে। গত এক মাস ধরে একটি চক্র মজুদকৃত এসব সার প্যাকেটজাত করে নদী পথে জাহাজে ভরে পাচার করলেও স্থানীয় প্রশাসনের নজরে আসেনি।
এ চক্রের সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে মঙ্গলবার (২ জানুয়ারি) সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কমলনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে সন্ধ্যার আগ মুহুর্তে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
মঙ্গলবার বিকেলে সরেজমিন স্থানীয় নাছিরগঞ্জ এলাকার মেঘনা নদীর তীরে গিয়ে দেখা গেছে, খোলা আকাশের নিচে বিপুল পরিমান টিএসপি সার মজুদ রাখা হয়েছে। গত এক মাস ধরে প্রতিদিন ২০ থেকে ৩০ জন শ্রমিক মজুদকৃত চাকা আকৃতির সার রোদে শুকিয়ে ঝরঝরে করে বস্তায় ভরছেন শ্রমিকরা। আর ওইসব বস্তা জাহাজে তুলে নদী পথে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা বলতে পারেনি স্থানীয়রা। তবে কোথায় নিচ্ছেন কারা নিচ্ছেন তা জানাতে পারেনি কেউ। ওই মাঠে এখন প্রায় ১৫শ' মে. টন সার মজুদ রয়েছে বলে জানা গেছে। এর আগে গত কয়েকদিন থেকে প্রায় ৪ হাজার বস্তা নদী পথে পাচার করা হয়েছে বলে জানান এলাকাবাসী।
শ্রমিকরা জানান, তারা স্থানীয় প্রভাবশালী আলমগীর মোল্লা, নুরুল ইসলাম ও রব মাঝির হয়ে এখানে কাজ করছেন। ভোলার বাসিন্দা কাঞ্চন নামের চট্রগ্রামের এক ব্যবসায়ী এসব সার পাচারে মূল হোতা বলে গোপন সূত্রে জানা গেছে।
জানতে চাইলে মুঠোফোনে কাঞ্চন জানান, সাগরে দুর্ঘটনায় জাহাজ পতিত হলে, ক্ষতিগ্রস্থ জাহাজ থেকে সারগুলো নদীর তীরে এনে মজুদ করা হয়। এসব সার ব্যক্তিগত কাজে ব্যবহার হবে বলে জানান। তবে বিপুল পরিমান সার ব্যক্তিগত কি কাজে ব্যবহার হবে এ বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি তিনি।
কেউ কেউ বলছেন, এসব সার জাহাজে করে সাগর পথে নেয়ার সময় সার বোঝাই জাহাজ ফেটে যায়। পরে মেঘনার তীরে মজুদ করা হয় ওই সার। তবে মালিকানা বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি কেউ।
স্থানীয় কৃষকদের ধারনা মজুদকৃত সারগুলো মেয়াদ উত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী। অথচ এসব সার ফের প্যাকেট করে বাজারে বিক্রির জন্য নদী পথে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এসব সার কৃষক কিনে জমিতে দিলে লাভের পরিবর্তে ক্ষতি বেশি হবে বলে ধারনা করছেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার বলেন, সার মজুদ ও পাচারের বিষয়টি আমাদের জানা ছিল না। এসব সার কমলনগরের জন্য বরাদ্ধের নয়, এব্যাপারে কৃষি অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলে।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি ২০১৮/হিমেল
এই বিভাগের আরও খবর