লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০নং রায়পুর ইউনিয়নের ডাকাতিয়া নদীর ওপর সেতু নির্মিত না হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন ওই অঞ্চলের মানুষ। ঝুঁকিপূর্ণ নড়বড়ে সাঁকো দিয়ে নদী পেরোতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন তারা। অথচ নদী পারাপারের একমাত্র অবলম্বন হওয়ায় বাঁশের তৈরি এই সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ নদী পার হচ্ছেন। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বৃদ্ধদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউসূফ আযম সুমন চৌধুরী বলেন, ‘প্রতিদিন শতশত মানুষ ও শিক্ষার্থী নিজেদের প্রয়োজনে এই সাকোঁটি দিয়ে নদী পারাপার হচ্ছেন। আমি জনগুরুত্বপূর্ণ এই সাকোঁটির স্থলে একটি পাকা সেতু নির্মাণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়ে এসেছি। কিন্তু এখনও পর্যন্ত কোনো ফল পাইনি।’
সরেজমিনে দেখা গেছে, ডাকাতিয়া নদীর উপর দিয়ে প্রায় ২ যুগেরও বেশি সময় থেকে এই সাকোঁটি ৪টি গ্রামের লোকজন ব্যবহার করে আসছেন। বিভিন্ন প্রয়োজনে ইউনিয়ন পরিষদ ও উপজেলায় হরহামেশাই লোকজনের যাতায়াত করতে হয়। স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও নিয়মিত এই সাঁকো দিয়েই যাতায়াত করেন।
ওই ইউনিয়নের বৃদ্ধ আব্দুল হাকিম জানান, ‘প্রায় দুই যুগ ধরে এই সাঁকো দিয়ে পারাপার হচ্ছি। কিন্তু পরিস্থিতির কোনো উন্নয়ন আজও হয়নি। আমার মত বৃদ্ধদের এই সাঁকো পার হতে চরম দুর্ভোগ পোহাতে হয়। সাঁকোটি যেমন ঝূুকিপূর্ণ তেমনি অনেক লম্বা।’
ফলে সাঁকোটির স্থলে একটি সেতু নির্মাণ অতীব জরুরি বলে মনে করেন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম