রংপুরের ভিন্নজগতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীর (বিএসএফ) রিজিয়ন কমান্ডার ও আইজি পর্যায়ে অনুষ্ঠিতব্য ৪ দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলনে অংশ নিতে ৯ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলটি পঞ্চগড়ে প্রবেশ করেছেন। বিএসএফের নর্থ বেঙ্গল ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের আইজি ড. রাজেশ মিশ্রা আইটিএসের নেতৃত্বে বিএসএফের ৯ সদস্যের প্রতিনিধি দলটি আজ সকালে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাবান্ধা জিরো পয়েন্টে প্রবেশ করেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্ণেল দেওয়ান মো. লিয়াকত আলী তাদের ফুলেল অভ্যর্থনা জানান। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক লে. কর্ণেল আল হাকিম মো. নওশাদসহ বিজিবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ও রংপুর রিজিয়ন কমান্ডার এবং ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীর (বিএসএফ) নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল ও গোহাটি ফ্রন্ট্রিয়ারের আইজি পর্যায়ে রবিবার (৭ জানুয়ারি) দুপুর থেকে রংপুরের ভিন্নজগতে সীমান্ত সমন্বয় সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলন চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।
রংপুরের ভিন্নজগতে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার এডিজি কাজী তৌফিকুল ইসলাম এবং বিএসএফের পক্ষে নর্থ বেঙ্গল ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের আইজি ড. রাজেশ মিশ্রা আইটিএস বিএসএফের পক্ষে নেতৃত্ব দেবেন।
সম্মেলনে বিজিবি রংপুরের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, বিএসএফ গোহাটি ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের আইজি শ্রী রাকেশ আগারওয়াল আইটিএস, বিএসএফ নর্থবেঙ্গল ফন্ট্রিয়ারের স্টাফ অফিসার জর্জ মানজুরান, বিএসএফ গোহাটি ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের স্টাফ অফিসার শ্রী দানিয়েল অধিকারী, বিএসএফ সাউথ বেঙ্গল ফন্ট্রিয়ারের স্টাফ অফিসার শ্রী রাজিন্দ্র পাল শিং জিসওয়াল, বিএসএফ নর্থবেঙ্গল ফন্ট্রিয়ারের স্টাফ অফিসার শ্রী রাম চন্দ্র শিং, বিএসএফ নর্থবেঙ্গল ফন্ট্রিয়ারের ডেপুটি কমান্ড্যান্ট স্টাফ অফিসার শ্রী সুধীর কুমারসহ বিজিবি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ, বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র ও পরাষ্ট্র মন্ত্রণালয়, ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
আগামী ১০ জানুয়ারি দুপুরে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার কাজী এন্ড কাজী টি স্টেটে বিজিবি-বিএসএফের প্রতিনিধি পর্যায়ে জেআরডি (জয়েন্ট রেকর্ড ডিসকাসন) স্বাক্ষর অনুষ্ঠান এবং বাংলাবান্ধা জিরো পয়েন্টে উভয়ের মধ্যে জয়েন্ট রিট্রিট সেরিমনি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেলে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিএসএফের প্রতিনিধি দলটি ভারতে প্রবেশ করবেন।
৪ দিনব্যাপী এই সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের গুলি করে হত্যা ও আহত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবি-বিএসএফের সমন্বিত টহল, সীমান্তে উভয়ের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখাসহ সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আলোচনা করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৮/হিমেল