নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৪২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার চারটি থানা পুলিশের অভিযানে নড়াইল সদর থানায় দুই মাদক বিক্রেতাসহ ১৩ জন, কালিয়া থানায় এক মাদক বিক্রেতাসহ ৭ জন, লোহাগড়া থানায় ১৬ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৬ জনকে আটক করেছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টিসহ মোট ৫টি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম