নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির দেলোয়ার হোসেন সাইফুলকে আটক করেছে নেত্রকোনার ডিবি পুলিশ।
বুধবার পৌনে দুইটার দিকে নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, গত ২৮ ডিসেম্বর আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে অনুষ্ঠিত উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করার সময় পরাজিত প্রার্থীর পক্ষে একদল লোক বিশৃংখলা সৃষ্টি করে। এনিয়ে দ্বায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ওসমান গনি বাদী হয়ে ৪শত জনের বিরুদ্ধে আটপাড়া থানায় মামলা দায়ের করেন। তদন্তে এই মামলায় দেলোয়ার হোসেনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়।
আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ কর হচ্ছে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ সুপার জানান।
বিডিপ্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান