প্রেমের সর্ম্পকের অবনতি হলে মাদারীপুরে বাসায় ঢুকে এক কলেজছাত্রীকে ব্লেড মেরে জখম করেছে শাওন খান নামে এক যুবক। মঙ্গলবার রাতে পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই কলেজছাত্রী মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও কলেজছাত্রীর পরিবারের সদস্যরা জানান, পৌর শহরের রকেট বিড়ি এলাকার শাওন খান (২৩) বেশ কিছু দিন ধরে ওই কলেজছাত্রীর সাথে প্রেমের সর্ম্পক করে আসছিলেন। তবে কয়েকদিন ধরে সর্ম্পকের অবনতি হলে কলেজে আসা-যাওয়া এবং প্রাইভেট পড়তে গেলে শাওন ওই ছাত্রীর পিছু নিতো। মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীকে এক জায়গায় তাঁর সঙ্গে দেখা করতে বলেন শাওন। কিন্তু ওই ছাত্রী না এলে তিনি ক্ষিপ্ত হন। রাতে ওই শিক্ষার্থীর বাসায় ঢুকে ব্লেড দিয়ে তার মুখে আঘাত করে শাওন পালিয়ে যান। পরে ওই ছাত্রীকে আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ করেছে কলেজছাত্রীর পরিবার।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আসিফ আল-নাঈম বলেন, ‘আহত কলেজছাত্রীর মুখমন্ডলে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন থাকায় আমরা প্রাথমিক অবস্থায় চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রেখেছি।’
এব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘শাওন নামে একটি ছেলে বাসায় ঢুকে এক মেয়েকে আঘাত করেছে, এমন খবর পেয়েই আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। রাতেই শাওনসহ তিনজনের বিরুদ্ধে মামলা তালিকাভুক্ত করেছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে ওই ছেলের সাথে ওই মেয়ের আগে সর্ম্পক ছিল বলেও জেনেছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার