সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাঘ লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে এমন খবরে ৩ গ্রামের মানুষের মনে বাঘ আতঙ্ক রয়েই গেছে। সতর্ক অবস্থায় চলাফেরা করছেন নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী, আমরবুনিয়া ও পূর্ব চিপাবারইখালী গ্রামের শতশত লোক।
মঙ্গলবার সকালে আকস্মিকভাবে বাঘের আক্রমণে কয়েকজন আহত হবার পর বাঘটিকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। এদিন রাত ৮টার দিকে আরো একটি বাঘ লোকালয়ে দেখতে পান স্থানীয়রা। ফলে রাত জেগে পাহারা ও কাঠের, ঝুপড়ি ঘরের পাশে আগুন জ্বালিয়ে রাখা হয়।
নিকটস্থ গুলিশাখালী টহল ফাড়ির বনরক্ষীরা খবর পেয়ে আজ বুধবার ওই গ্রামে যান। কিন্তু তারা বাঘের কোনও সন্ধান পাননি। এদিকে গুলিশাখালী গ্রামের কয়েকটি বসতবাড়ি ও রাস্তার পাশের নরম কাদা মাটিতে সদ্য হাটাচলা করা বাঘের পায়ের ছাপ দেখা গেছে।
স্থানীয়রা ধারণা করছেন গুলিশাখালী গ্রামের কোন ঝোপের মধ্যেই আরো একটি বাঘ অবস্থান করছে। এ বিষয়ে সকলকে সতর্কভাবে চলাফেরা করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ হতে মাইকিংও করা হয়েছে।
গুলিশাখালী টহল ফাড়ির বনরক্ষী মো. কালু মিয়া বলেন, বাঘের পায়ের ছাপ দেখা গেছে কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায়নি। খবর পেলে আমরা বাঘটিকে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেব।
বিডিপ্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান