বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী, স্বজন ও পথচারীরা। আজ বুধবার দুপুর ২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের সামনের একটি সৌন্দর্য বর্ধক পিলার ফাঁটল ধরলে পথচারীদের ডাকে সতর্ক হন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর হাসপাতালের পক্ষ থেকে ফায়ার সার্ভিস, পুলিশ এবং গণপূর্ত বিভাগে খবর জানানো হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁটল ধরা পিলারসহ পাশে থাকা আরো ৩ টি নাজুক সৌন্দর্য বর্ধনকারী পিলার ভেঙ্গে ফেলে।
১৯৬৮ সালে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। শুরুতে ছিল ১শ’ শয্যা। ১০ বছর পর ৫শ’ শয্যায় উন্নীত হয়। গত প্রায় ৫ বছর আগে হাসপাতালটি ১ হাজার শয্যায় উন্নীত করা হয়। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়লেও শয্যা এবং ভবন সম্প্রসারণ করা হয়নি গত ৫০ বছরেও। ৫০ বছরের পুরাতন এই হাসপাতাল ভবনের বিভিন্ন স্থান প্রায়ই খসে পড়ছে। এতে লোকজনও আহত হচ্ছে।
দুর্ঘটনায় কোন হতাহত হয়নি দাবি করে বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলউদ্দিন জানান, ৫০ বছরের পুরনো হাসপাতাল ভবনটির বিভিন্ন কারিগরি দিক ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।
বিডি প্রতিদিন/এ মজুমদার