নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য টাকা দেড় লাখ টাকা। বুধবার ধলেশ্বরী নদীতে এমভি কর্ণফুলী-১৪, জামাল-৭ ও ফারহান-৫ যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো জব্দ করে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, জব্দ হওয়া জাটকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলার ৪৩টি মাদ্রাসা, এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম