পাবনার ঈশ্বরদীতে সোহেল মালিথা (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঈশ্বরদী শহরের বকুলের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার সোহেল উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের খলিলুর রহমান মালিথার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মালিথার নামে অস্ত্র ও মাদক আইনে ইতিপূর্বে পাঁচটি মামলা রয়েছে। মাদক আইনে পুনরায় মামলা নথিভুক্তকরে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম