রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে মিয়ানমার সামরিক জান্তা ফের, রাখাইন (আরাকান) রাজ্যে দফায় দফায় রোহিঙ্গা পল্লীতে জালাও পোড়াও দমন নিপীড়ন ও নির্যাতন শুরু করেছে। নির্যাতন ও প্রাণ বাঁচাতে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু কাটাবনিয়ায় অনুপ্রবেশ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, হারিয়াখালী সেনা ক্যাম্পে ৭১ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারী হেফাজতে রয়েছে। ৩০ জানুয়ারি শাহপরীরদ্বীপ বর্ডার গার্ড (বিজিবি) কাটাবনিয়াঘাট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ৭ জন দালালসহ ২০ অশ্ববিশিষ্ট ফিসিং ট্রলারকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছেন বাহারছড়া নোয়াখালী এলাকার নুর হোসেনের পুত্র আব্দুর রহমান (২৮), মো. আমিনের পুত্র জাহাঙ্গীর আলম (৩৮), আলী আহমদের পুত্র আব্দুল আমিন (২৮), মো. আনিছ (১৮), মৃত আব্দুস সোবহানের পুত্র আব্দুর রহমান (২৫), কবির আহমদের পুত্র মো. সেলিম (৩৮) ও মো. হোছনের পুত্র মো. ইলিয়াছ (৩৩) এর মধ্যে ২ জন মিয়ানমারের নাগরিক এবং অপর ৫ জন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী এলাকার।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহেদ হোসেন ছিদ্দীকির ভ্রাম্যমান আদালত প্রত্যেককে বিনাশ্রমে ৬ মাসের সাজা প্রদান করেন।
বিডিপ্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান