বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে প্রদীপ ভট্টাচার্য্য শংকর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাহমুদুল আলম নয়ন নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে একটানা ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, সুমনা রায়, আব্দুস সালাম বাবু, নাজমুল হুদা নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান রানা ও এসএম কাওছার, দপ্তর সম্পাদক পদে কমলেশ মোহন্ত শানু, কোষাধ্যক্ষ পদে শফিউল আযম কমল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেএম রউফ, ক্রীড়া সম্পাদক পদে এইচ আলিম, পাঠাগার সম্পাদক পদে তানসেন আলম নির্বাচিত হন।
এছাড়া নিবার্হী সদস্য পদে বিজয়ীরা হলেন- আব্দুর রহমান টুলু, সাজেদুর রহমান সিজু, জিএম ছহির উদ্দিন সজল, আমজাদ হোসেন মিন্টু, তোফাজ্জল হোসেন, সবুর আল মামুন, সাজ্জাদ হোসেন পল্লব, আব্দুর রহীম, মীর সাজ্জাদ আলী সন্তোষ।
বগুড়া প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন মোজাম্মেল হক লালু, সদস্য ছিলেন শফিউল আযম কমল ও মীর সাজ্জাদ আলী সন্তোষ।
নির্বাচনে মোট ২০৬ জন ভোটারের মধ্যে ১৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে বগুড়া ১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া -৫ আসনের সংসদ সদস্য হবিবর রহমান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, বগুড়া থিয়েটারের সভাপতি এএইচএম আযম খান, জোটের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, আনন্দকণ্ঠ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, গীতিচর্চা সঙ্গীতালয়ের সভাপতি তাপসী দে, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মনোয়ারুল ইসলাম, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, কবি জয়ন্ত দেব, মাহাবুব টুটুলসহ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
বিডিপ্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান