বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ নাজিমউদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৬) অপহরণের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। গত সোমবার রাতে অপহৃতার বাবা উপজেলার নলচিড়া গ্রামের ফজলুল হক বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই মামলার এজাহারভূক্ত আসামি কাজল সরদারকে গ্রেফতার করে।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, ওই কলেজছাত্রী গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বাড়ির পুকুরে পানি আনতে যায়। তখন পিঙ্গলাকাঠি গ্রামের বখাটে রানা সরদারের নেতৃত্বে ৫-৬ জন ২টি মোটরসাইকেলযোগে ওই ছাত্রীর গতিরোধ করে। এ সময় ছাত্রীকে জোরপূর্বক একটি মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায় তারা। অপহরণ মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা মনিরুল সোমবার রাতে পিঙ্গলাকাঠী গ্রামে অভিযান চালিয়ে আসামি কাজল সরদারকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল