নিখোঁজের একদিন পর রাজ্জাক হাওলাদার নামে এক কৃষকদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে ইট বাঁধা অবস্থায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জইয়ার গ্রাম থেকে মঙ্গলবার সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকে মস্তফাপুর এলাকা থেকে কৃষক রাজ্জাক হাওলাদার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সন্ধ্যায় মস্তফাপুর ইউনিয়নের জইয়ার গ্রামের একটি পুকুর পাড় রাজ্জাকের ব্যবহৃত স্যান্ডেল পাওয়া যায়। পরে স্থানীয়রা পুকুরে খোঁজ করলে ইট বাঁধা অবস্থায় রাজ্জাকের মৃতদেহ পাওয়া যায়। পরে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠান। রাজ্জাক হাওলাদার (৩৮) মস্তফাপুর এলাকার এরাজউদ্দিন হাওলাদারের ছেলে।
কৃষকের মা অভিযোগ করে জানান, একই এলাকার প্রতিপক্ষ মুজাম মীর, মঞ্জুর মীরদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে প্রতিপক্ষের লোকজন মোবাইলে ডেকে নিয়ে রাজ্জাককে হত্যা করেছে। লাশ পাওয়ার পর থেকে ওরা পলাতক রয়েছে। আমি এই হত্যার বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান জানান, এই ঘটনার পর থেকে উত্তোজনা বিরাজ করছে। এই কারণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। যদি ওই পরিবার আইনগত কোন ব্যবস্থা নিতে চায়, তাহলে মামলা নেয়া হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল