লক্ষ্মীপুরে পুলিশি অভিযানে বিএনপি, যুবদল ও জামায়াতের নেতাকর্মীসহ ২০ জনকে আটক করছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম স্বপন, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু হোসেন, প্রচার সম্পাদক শিপন ও যুবদল নেতা আকরাম হোসেনসহ দলীয় ২০ নেতাকর্মী।
অতিরক্তি পুলিশ সুপার অনির্বান চাকমা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম