রাঙামাটির লংগদু উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যুবদল ও জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলা জামায়াতের কর্মী আমিনুল ইসলাম ওরফে বুলবুল এবং উপজেলা যুবদলের সদস্য মো. বাছির মিয়া।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিদের বুধবার আদালতে পাঠানো হবে। এ উপজেলার কোথাও কোনো নাশকতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে দেওয়া হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর