লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিবসহ জামায়াত-শিবিরের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাহিদ (৩০), একই ইউনিয়নের শিবিরের সাথী ফারুক হোসেন (২৮) ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের রোকন আব্দুর রশিদ (৪৫)।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাসান সরদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর