খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির দ্বিতীয় দিনে পুলিশি বাধার মুখে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার বেলা ১১টায় শহরের পুরাতন বাস স্টেশন থেকে মিছিলটি বের হয়ে কিছু দূর যাওয়ার পর কামারখালী ব্রিজে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতা-কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, অ্যাড. মল্লিক মইন উদ্দিন সোহেল, সেলিম উদ্দিন, অ্যাড. শেরেনূর আলী, রেজাউল হক, এটিএম হেলাল, আনিসুল হক, নূরুল ইসলাম সাজু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, তফজ্জুল হোসেন, ছাত্রদল নেতা আজিজুর রহমান সৌরভ প্রমুখ।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল